শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে চীনা একটি ওষুধ কোম্পানির উদ্ভাবিত টিকা এ বছরের শেষ নাগাদ তৈরি শুরু হবে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদমাধ্যম। চায়না ন্যাশনাল ফারমাসিউটিক্যাল গ্রুপ (সিনোফার্ম) চেয়ারম্যান লিউ জিংযেন বলেন, আগামী তিন মাসের মধ্যে মানুষের ওপর এই টিকার পরীক্ষা শেষ হবে বলে আশা করছি। চীনে নতুন রোগীর অভাবে সিনোফার্মের সহযোগী সংস্থা চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সহ অন্য কয়েকটি দেশে এই পরীক্ষা চালাচ্ছে। সেনোভ্যাক বায়োটেক নামে আরেকটি চীনা কোম্পানিও কোভিডের টিকা তৈরির জন্য কাজ করছে। তারা এখন ব্রাজিলে তাদের উদ্ধাবিত ওই টিকার পরীক্ষা চালাচ্ছে। সেখানে স্বেচ্ছাসেবীরা টিকার প্রথম ডোজ পেয়েছেন। সেনোভ্যাক বায়োটেকের এ টিকাটি বিশ্বের তৃতীয় টিকা হিসেবে তৃতীয় পর্যায়ে ক্লিনিকাল ট্রায়াল বা মানবদেহে প্রবেশের অনুমোদন পেয়েছে। চূড়ান্ত ধাপে টিকাটি ব্রাজিলের স্বেচ্ছাসেবীদের ওপর প্রয়োগ করা হয়েছে।
Leave a Reply