শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে এক চিকিৎসকসহ ৩৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪২ জনে। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান। তিনি জানান, নতুন করে গোপালগঞ্জ সদরে ১০ জন, টুঙ্গিপাড়ায় ৫ জন, কোটালীপাড়ায় ১১ জন, কাশিয়ানীতে ৫ জন ও মুকসুদপুরে ৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply