শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক : করোনা দুর্যোগের মধ্যেই মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যাংকিং লেনদেনেও গতি আসছে। বর্তমানে লকডাউন এলাকা ছাড়া সারা দেশে পুরোদমে ব্যাংকিং সেবা দিচ্ছে ব্যাংকগুলো। স্বাস্থ্যবিধি মেনেই ব্যাংকগুলোতে দেওয়া হচ্ছে সেবা। এ ছাড়া সংক্রমণ রোধে গ্রাহকদের জন্য সশরীরে ব্যাংকে না এসে বিকল্প ডিজিটাল চ্যানেলে সেবার পরিধি বাড়িয়েছে ব্যাংকগুলো। এতে ব্যাংকিং লেনদেন বাড়তে শুরু করেছে। ব্যাংকাররা জানিয়েছেন, ব্যাংকিং লেনদেন আগের চেয়ে প্রায় ৬০ থেকে ৮০ শতাংশ বেড়েছে। ঈদের আগে লেনদেনে আরো গতি পাবে। তবে স্বাভাবিক সময়ের মতো শতভাগ লেনদেনে যেতে আরো সময় লাগবে।
Leave a Reply