সোমবার, ২৩ মে ২০২২, ০২:৪৩ অপরাহ্ন
ভ্রাম্যমান প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি থেকে অপহরন মামলার ভিকটিম কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।জানা যায়, হাকিমপুর থেকে সম্প্রতি অপহরন হওয়া কিশোরী (১৪) কে ১১/০৭/২০২০ তারিখে সকালে চুলকাঠি বাজার এলাকা থেকে উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।মামলার এজাহার সূত্রে জানা গেছে, সম্প্রতি রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের একটি গ্রামের এতিম কিশোরী (১৪) পাশ্ববর্তী বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর ঢালচাকা বাজারে আসতেছি পথিমধ্য হাকিমপুর গ্রামের বারিক পাটোয়ারীর বাড়ির কাছাকাছি আসলে একই উপজেলার সদুল্ল্যপুর গ্রামের সিরাজুল ইসলাম শেখের বকাটে পুত্র মিরাজুর ইসলাম হৃদয়(২৩) উক্ত কিশোরীকে অপহরন করেন।এঘটনায় অপহরিতার মাতা বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় হৃদয় সহ মোট দুই জন কে আসামী করে একটি মামলা দায়ের করেন যাহার নং ২৭ তারিখ ২৭/০৬/২০ ইং।এ ব্যাপারে জানতে চাওয়া হলে মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এস,আই) রিয়াজুল ইসলাম জানান, ভিকটিম কে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করানোর পর তার মায়ের নিকট হস্তান্তর করা হয়েছে। আসামীদের আটকের জোর চেষ্টা চালানো হচ্ছে। বাগেরহাট মডেল থানার ইনচার্জ মোঃ মাহতাব উদ্দিন জানান, মামলার ভিকটিমকে উদ্ধার করা গেলেও আসামীদের আটক করা যায়নি। আসামীদের আটকের জন্য পুলিশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply