মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে করোনা কালীন সময়ে অসহায়, কর্মহীন, ও দুস্থ ৫শ’ পরিবারের মাঝে জরুরী খাদ্য সহায়তা, মাস্ক ও একটি করে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরন করা হয়। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাউল, আধা কেজি ডাউল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পিয়াজ, ১ কেজি আলু, ১ পিচ সাবান, একটি মাস্ক ও একটি করে ফলজ গাছের চারা দেওয়া হয়েছে।বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময় এর পক্ষ থেকে ২০০টি পরিবারকে খাদ্য সহায়তা ও বাগেরহাটের বিশিষ্ট শিল্পপতি লিটন সিকদারের ব্যক্তিগত অর্থায়নে ৩শ’
টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, ৫শ’ মান সম্মত মাস্ক ও উপজেলা বন বিভাগের পক্ষ থেকে ৫শ’ ফলজ ও ঔষধী গাছের চারা দেওয়া হয়।এসময় খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনের সভাপতিত্বে সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজামান টুকু,
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন (এমপি) র একান্ত সচিব শেখ ফিরোজুল ইসলাম,বিশিষ্ট শিল্পপতি লিটন সিকদার, পূজা শিকদার, ষাটগুম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান এমএ মতিন, বীর মুক্তিযোদ্ধা
হৃষিকেষ দাস, উপজেলা আওয়ামীলীগ নেতা চিন্ময় দেবনাথ, আঃ গনি শেখ সকল ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষকসহ অসহায় ৫শ’ পরিবারের একজন করে সদস্য।এ সময় বাগেরহাটের বিশিষ্ট শিল্পপতি লিটন সিকদার ব্যক্তিগত পক্ষ থেকে করোনা আক্রান্ত চুলকাঠি প্রেস ক্লাবের সিনিয়র সদস্য পিকে অলোক ও সবুর রানাকে ৫ হাজার টাকা করে নগদ আর্থিক সহয়তা প্রদান করেন।
Leave a Reply