শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : বাগেরহাট সদর সুগন্ধি ব্লকে প্রনোদনার পারিবারিক সব্জী-পুষ্টী বাগান স্থাপনের আওতায় বরাদ্দকৃত ১৬টি প্রদর্শনীর সবটিই বাস্তবায়নে সফল হয়েছে এলেকার কৃষি খামারেরা। এর প্রত্যেকটি প্লট প্রান্তিক চাষীর বাড়ীর আঙিনায় অনাবাদী জমিতে স্থাপন করা হয়েছে বাংলাদেশ সরকারের কৃষি প্রনোদনার কৃষি খামারেরা সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকে কৃষি আবাদ করে সম্বলম্ভী হয়েছেন।আজকের কৃষি খামার আগামীদিনের ভবিষ্যৎ তাই তারা দিন-রাত কৃষি আবাদ জমি ও ক্ষেতে পরিশ্রম করতেছেন।
এখানে বিশেষ করে মহিলাদের বেশী প্রধান্য দেওয়া হয়েছে যাতে তারা সাংসারিক কাজের ফাঁকে নিজের ক্ষেত থেকে টাটকা ও বিষমুক্ত সব্জী উৎপাদন করে পারিবারিক চাহিদা পুরন করেও অতিরিক্ত বিক্রি করতে পারে।এছাড়া বিভিন্ন ফলদি ও বৃক্ষরোপণের মাধ্যমে ভাল কিছুু আশা করেন ফল গাছচাষীরা। বৃক্ষরোপণের উপর সরকার বিশেষভাবে গুরুত্বারোপ দিয়েছেন। সুবিধাভোগীরা সরকারের এই মহতি উদ্যোগকে ক্ষেতচাষী ও এলেকাবাসী স্বাগত জানিয়েছেন।
কৃষি অফিসার :- বিকাশ কুমার সরকার ।
মোবাইল নং :- ০১৭২০-৫৫৪৪৩৬
Leave a Reply