শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০১ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে বাগেরহাটের শরণখোলা উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি কাসেম খলিফা (৫৫) মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হলো। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের রায়েন্দা পাঁচরাস্তা মোড় এলাকায় নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান। কাসেম পাঁচরাস্তা মোড় এলাকার বাসিন্দা। তিনি শরণখোলা উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি এবং ট্রলার-নৌকার ব্যবসায়ী ছিলেন। শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন বাংলানিউজকে বলেন, গত কয়েকদিন ধরে অল্প অল্প জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন কাসেম খলিফা। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। রোববার (১২ জুলাই) আসা ফলাফলে তার করোনা পজিটিভ আসে। শারীরিক অবস্থা ভালো থাকায় বাড়িতেই চিকিৎসা নিচ্ছেলেন তিনি। সোমবার বিকেলে হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে তিনি মারা যান।
Leave a Reply