শনিবার, ১০ জুন ২০২৩, ১২:০৫ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক : করোনা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আজ সোমবার জেনেভায় এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই সতর্কতার কথা জানান সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস। গেব্রিয়াসিস বলেন, আমি স্পষ্টভাবে বলছি, অনেক দেশ ভুল পথে এগিয়ে যাচ্ছে। ভাইরাসটি এখনও জনগণের এক নম্বর শত্রু। মহাপরিচালক বলেন, যদি মৌলিক বিষয়গুলো অনুসরণ করা না হয় তাহলে এই মহামারি এক দিকেই এগুতে পারবে। আর তা হলো পরিস্থিতির অবনতি হবে, অবনতি ও অবনতি। কিন্তু এমনটি হওয়া উচিত না। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃত্যু হয়েছ ৫ লাখের বেশি মানুষের। গেব্রিয়াসিস জানান, রবিবার গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ২ লাখ ৩০ হাজার নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। এর ৮০ শতাংশই মাত্র দশটি দেশে এবং ৫০ শতাংশ দুটি দেশের। সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র ব্রাজিলে।
Leave a Reply