একের পর এক স্বাস্থ্যখাতের দুর্নীতির থলের বেড়াল বের হয়ে আসছে। দেশের হাসপাতালগুলোর অনিয়ম আর অন্যায়ের সবশেষ উদাহরণ ডেমরার এসএইচএস হেলথ কেয়ার হাসপাতাল। যার নামে এই প্রতিষ্ঠান সেই শওকত হোসেন সুমন নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে এতদিন চিকিৎসা দিয়ে আসছিলেন। আদতে তার নেই কোনো ডাক্তারির সার্টিফিকেট।
কিন্তু ভিজিটিং কার্ড থেকে প্রেসক্রিপশন প্যাড, সবকিছুতেই তার বিভিন্ন ডিগ্রির বর্ণনা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক।
এমনকি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সও মেয়াদোত্তীর্ণ। ২০১৮তে প্রতিষ্ঠার এক বছর পর, আর লাইসেন্স নবায়ন করেনি কর্তৃপক্ষ। এখানেই শেষ নয়। হাসপাতালে ব্যবহার করা হতো মেয়াদোত্তীর্ণ, নিষিদ্ধ ও অননুমোদিত ওষুধ।
এমনকি কার্বন-ডাই অক্সাইডের সিলিন্ডার রুপান্তর করে ব্যবহার করা হতো অক্সিজেনের জন্য। পুরো হাসপাতালের নোংরা পরিবেশ স্বাস্থ্য সুরক্ষার জন্য চরম ঝুঁকিপূর্ণ।
পরে হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়। একইসাথে প্রতিষ্ঠানটির এমডি শওকত হোসেনকে ২ বছরের জেল দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
Leave a Reply