মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন
করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত প্রবাসী কর্মীদের টেকসই পুনর্বাসনে স্বল্পসুদে ঋণের ব্যবস্থা করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ২শ কোটি টাকা ঋণ দেওয়ার বিষয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড। রোববার (১২ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংকের সঙ্গে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে প্রবাস ফেরত ক্ষতিগ্রস্ত কর্মীদের ঋণ দেওয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষে স্বাক্ষর করেন মহাপরিচালক মো. হামিদুর রহমান।
Leave a Reply