বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক : ডিজিটাল লেনদেনে এটিএম কার্ডের জুড়ি নেই। ডেবিট, ক্রেডিট অথবা প্রিপেইড কার্ড দিয়ে বুথ থেকে টাকা তোলা, কেনাকাটা করা, অনলাইন পেমেন্ট করতে ব্যবহার হচ্ছে কার্ড। করোনা ভাইরাসের কারণে জনসাধারণের সীমিত চলাচলের এই সময়ে কার্ডের ব্যবহার আগের চেয়ে বেড়েছে। কিন্তু সংকটের কারণে প্রায় চারমাস ধরে নতুন কোনো কার্ড ইস্যু করতে পারছে না ব্যাংকগুলো। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে হচ্ছে। ঘরে বসে অনলাইনে কেনাকাটা করলেও পেমেন্ট করতে হচ্ছে টাকায়। সময়মতো গ্রাহকের কাছে কার্ড সরবরাহ করতে না পারলে ক্যাশলেস সোসাইটি গড়ার কাজও ব্যবহত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। করোনা ভাইরাসের কারণে বাসা থেকে অফিসের কাজ করেন আল হায়সাম চন্দন। এটিএম কার্ড ব্যবহার না করে ব্যাংকে গিয়ে চেক দিয়ে টাকা তুলে খরচ করতেন তিনি। এখন বাসাতেই থাকেন অধিকাংশ সময়।
Leave a Reply