সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩, ০৯:৪০ অপরাহ্ন
চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দুবাইয়ে পাচার করে ‘যৌনকর্মে বাধ্য করার’ অভিযোগে দেশে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সিআইডির এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার তিনজনের মধ্যে ৪৫ বছর বয়সী মো. আজম খান এই চক্রের ‘হোতা’। তদন্তকারীরা বলছেন, মানব পাচারকারী এই চক্রটি গত আট বছরে সহস্রাধিক তরুণীকে সংযুক্ত আরব আমিরাতে পাচার করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন তারা। সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, দুবাইয়ের ফরচুন পারল হোটেল অ্যাণ্ড ড্যান্স ক্লাব, হোটেল রয়্যাল ফরচুন, হোটেল ফরচুন গ্র্যান্ড এবং হোটেল সিটি টাওয়ারের অন্যতম মালিক আজম। বিভিন্ন ক্লাব ও হোটেলে কাজ দেওয়ার নামে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে অল্পবয়সী সুন্দরী তরুণীদের পাচার করে দুবাইয়ে নিত । তারপর সেখানে তাদের যৌনকর্মে বাধ্য করা হত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৫টি মামলা রয়েছে, যার মধ্যে ছয়টি হত্যা মামলা।
Leave a Reply