শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
গত মাসেই দেখা গিয়েছে সূর্যগ্রহণ। এবার আকাশে হাজির নতুন অ’তিথি। আগামী বুধবার থেকে দেখা মিলবে ধূমকেতুর। C/2020 F3 বা নিওওয়াস নামে এই ধূমকেতুটি আবিষ্কার হয়েছে মাত্র মা’র্চ মাসে। ইতিমধ্যে সূর্যকে প্রদক্ষিণ করে ফের যাত্রা শুরু করেছে অনন্তের পথে। এবার গেলে ফিরবে আবার ৬,৮০০ বছর পর।
বর্তমানে সূর্যের সঙ্গে দিগন্তরেখা বরাবর প্রায় সরলরেখায় অবস্থান করছে ধূমকেতুটি। ফলে কোনও অবস্থাতেই সেটিকে দেখা সম্ভব নয়। ১৫ জুলাইয়ের পর ধূমকেতুটি ধীরে ধীরে সরবে পশ্চিম আকাশে ফলে সূর্যাস্তের পর উত্তর-পশ্চিম আকাশে খালি চোখে বা বায়নোকোলার দিয়ে দেখা যাবে একে।
বর্তমানে সূর্যের সঙ্গে দিগন্তরেখা বরাবর প্রায় সরলরেখায় অবস্থান করছে ধূমকেতুটি। ফলে কোনও অবস্থাতেই সেটিকে দেখা সম্ভব নয়। ১৫ জুলাইয়ের পর ধূমকেতুটি ধীরে ধীরে সরবে পশ্চিম আকাশে ফলে সূর্যাস্তের পর উত্তর-পশ্চিম আকাশে খালি চোখে বা বায়নোকোলার দিয়ে দেখা যাবে একে।
আগামী ২২ জুলাই পৃথিবী থেকে প্রায় ১০ কোটি কিলোমিটার দূর দিয়ে যাবে C/2020 F3 NEOWISE। তার আগে এই ধূমকেতুর ঔজ্জ্বল্য সব থেকে বেশি থাকবে।
ধূমকেতু দর্শনে ভিলেন হতে পারে বর্ষার মেঘ। তবে সঠিক অবস্থান চিহ্নিত করে অ’পেক্ষা করলে সাধ মিটতে পারে।
Leave a Reply