শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৮ অপরাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
৯ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল এমিরেটস

৯ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল এমিরেটস

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশাল আর্থিক ক্ষতির কারণে বিশ্বের প্রথম সারির বিমান পরিবহন সংস্থা এমিরেটসের প্রেসিডেন্ট এয়ারলাইন্সটির নয় হাজার কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির শনিবারের এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি দূরত্বে নিজেদের ফ্লাইট পরিচালনাকারী এই বিমান সংস্থটি প্রথমবারের মতো প্রকাশ্যে জানালো যে তাদের কোম্পানিতে কাজ করা কতজন কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। মহামারি শুরু হওয়ার আগে এমিরেটসের মোট ৬০ হাজার কর্মী ছিল বলে জানিয়েছে বিবিসি। এমিরেটসের প্রেসিডেন্ট স্যার টিম ক্লার্ক জানিয়েছেন, তাদের বিমান সংস্থা ইতোমধ্যে মোট কর্মীর দশ শতাংশকে ছাঁটাই করেছে। তবে তিনি বলছেন, ‘আমাদের সম্ভবত আরও কিছু লোককে ছাঁটাই করতে হবে, সম্ভবত এই সংখ্যাটা মোট কর্মীর ১৫ শতাংশ পর্যন্ত।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers