বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন
বাগেরহাট-ফকিরহাট পুরাতন সড়কে ফকিরহাট উপজেলার মুলঘর এলাকায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক সৈয়দ স্বাধীন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এই দুর্ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করেছে। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনম খায়রুর আনাম জানান, শনিবার সকালে বাগেরহাট-ফকিরহাট পুরাতন সড়কে ফকিরহাট উপজেলার মুলঘর এলাকায় সৈয়দ স্বাধীন (১৭) নামে এক ইজিবাইক চালক দ্রুতগতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে খাদে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে।
Leave a Reply