রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক : করোনাভাইরাসের কারণে সৌদি আরবের দাম্মামে আটকা পড়া ৪১২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ শনিবার বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন কেবল লন্ডন ও চীনে সরাসরি ফ্লাইট চলাচল করছে। আর ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন। এ অবস্থায় বিশেষ ফ্লাইটে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে।
Leave a Reply