চুলকাঠি ডেস্ক : বাগেরহাটের রামপালে ট্রাক চাপায় কাওছার গাজী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক রবিউল ইসলাম (২৭) কে ট্রাকসহ আটক করেছে পুলিশ।বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার ভাগা বাজার থেকে রনসেন বাসষ্ট্যান্ড এর মাঝে মিরাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত কাওছার গাজী খুলনা জেলার সোনাডাঙ্গা থানার বানরগাতি এলাকার রফিকুল ইসলামের ছেলে।জীবন জীবিকার জন্য দীর্ঘদিন যাবত বাবা-মা’র ও তিন ছেলে-মেয়ে রেখে কর্মস্থলে আসেন বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বাড়ির মায়া ত্যাগ করে ফ্যাক্টোরিতে থাকতেন সাতদিন পর বাড়িতে যেতেন বৃহস্পতিবার ছিল ছুুটির দিন, বাবা-মা ও ছেলে মেয়ের ভালবাসার টানে প্রতি সপ্তাহের মত আজও রওনা হয়েছিলেন বাবা মা কলিজার টুকরোকে দেখার জন্য বাড়ি ফিরতে হলো লাশ হয়ে এযেন এক হৃৃৃদয় বিদারক দুর্ঘটনা আর কত মায়ের কোল এভাবে খালি হবে। মোংলার দুবাই বাংলাদেশ ফাইভ রিংস সিমেন্ট ফ্যাক্টরির কর্মকর্তা ছিলেন। ট্রাকের চালক রবিউল ইসলাম ঠাকুরগাঁও জেলার গোবিন্দ নগর গ্রামের মো. তালাশের ছেলে। কাটাখালি হাইওয়ে থানার ওসি রবিউল ইসলাম এ রিপোর্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।
Leave a Reply