এ এইচ নান্টু,রামপাল (বাগেরহাট): তাইওয়ান ভিত্তিক দ্যা ট্যাংগ ফাউন্ডেশনের “ট্যাংগ”পুরষ্কারে ভুষিত হওয়ায় মোংলা-ঘষিয়াখালী চ্যানেল রক্ষা সংগ্রাম কমিটির পক্ষ থেকে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি(বেলা)’কে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বিবৃতি দাতারা হলেন, সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, সহ সভাপতি শেখ আবজাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, অধ্যাপক বজলুর রহমান, প্রভাসক গোলাম ইয়াছিন, সদস্য সচিব এম,এ সবুর রানা, মিলন মন্ডল, কৃষ্ণা রানী দে, সোহরাব হোসেন, অশেষ রায় পল্টু, পার্থ প্রতিম ঠাকুর প্রমুখ। বেলার পক্ষ থেকে এ উপজেলায় কয়েকজন দুঃস্থকে সম্মানজনকভাবে এক মাসের খাদ্য সহায়তা হিসাবে নগদ অর্থ প্রদান করায় বেলা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সি২৪/ নিউজ
Leave a Reply