বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন
আলমগীর হোসেন (বেতাগা) : বাগেরহাটের ফকিরহাটে একমাত্র মহিষ প্রজনন খামার উন্নয়নের জন্য অধিগ্রহণ করা ভূমির মালিকদেরক্ষতিপুরুনের চেক হস্তান্তর করা হয়েছে।বাগেহরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ কামরুল ইসলাম সোমবার বিকাল ৪টায় প্রকল্প এলাকা বেতাগা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভূমির মালিকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন। চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
বাগেরহাট জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোঃ আলিমুজ্জামান মিলন, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। এ পর্যন্ত মোট ৯৭ জন ভূমির মালিকদেরকে ভূমি অধিগ্রহণের চেক প্রদান করা হয়েছে। এদিন ১৯ জন ভূমি মালিকদের মোট ৪ কোটি ৮৪ লক্ষ ৩৫ হাজার ৮ শত টাকার চেক প্রদান করা হয়েছে।কোন প্রকার সমস্যা বা ঝামেলা ছাড়া বাড়ি বসে ভূমি অধিগ্রহণের চেক হাতে পেয়ে ভূমির মালিকরা সকলেই খুব খুশি।
Leave a Reply