শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্ট: আমির এগ্রো ফার্ম : ৯/০৬/২০১৯ তারিখ হতে যৌথ উদ্দোগ্যে Amir Agro Farm নামের জৈব খামারের যাত্রা শুরু হয়। ফার্মে বর্তমানে ১১টি ষাঁড় গরু দুটি গাভী ও দুটি বাছুর আছে। একসাথে এখানে সম্পূর্ণ প্রাকৃতিক উপায় মৌসুমী সবজি আবাদ করা হয়, এই ফার্মে প্রচুর পরিমাণে সিম পেঁপে টমেটো উৎপাদিত হয়। এই ফার্মের আয়তন ১১বিঘা, যার দুই বিঘার উপর সেড নির্মাণ করা হয়েছে, বাকি ৯ বিঘা জলাসয়ে, দেশী রুই কাতলা মাছের চাষ করা হয়। পুরো ফার্ম কে পরিকল্পিতভাবে একটি রিসোর্টে রূপান্তর করা হচ্ছে, যাতে করে ভ্রমণপিপাসুরা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে বসে মাছ শিকার করতে পারে, প্রয়োজন হলে নাজ্য মূল্যে দেশি জাতের বিভিন্ন ধরনের তাজা মাছ ফ্রেশ সবজি , বিভিন্ন ধরনের দেশি মৌসুমী ফল , খাঁটি দুধ , অর্গানিক ঘি, খাঁটি মধু, দেশি খেজুরের গুড়, খাঁটি সরিষার তেল ও নারকেলের তেল, দেশি মুরগি, টার্কি মুরগি,কবুতরের বাচ্চাসহ বিভিন্ন অর্গানিক খাবার সংগ্রহ করতে পাববেন। বর্তমানে দেশের অধিকাংশ জেলাগুলাতে ফার্ম থেকে অনলাইনে , মধু,ঘি,তেল সহ বিভিন্ন পন্য সহবরাহ করা হচ্ছে। ডাক্তার এফ এম খালেদুজ্জামান ছাড়াও আরো ৪৯ জন ডাক্তার, ইঞ্জিনিয়ার , এডভোকেট, ব্যবসায়ী, সাংবাদিক, শেয়ারহোল্ডার হিসেবে ফার্মের সাথে আছে, এই ফার্মে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ ও জলাশয়ে ঘুরার জন্য সুন্দর নৌকা আছে। এখানে প্রাকৃতিক উপায়ে মধুর চাষ করা হয়। উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে এই ফার্মটি খাঁটি পণ্য উৎপাদনে ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। অনলাইনে মার্কেটে সকল প্রকার কেনাকাটা সেবা দিতে আমির এগ্রো ফার্ম সাফল্যের সাথে অর্জন করেছে। ঘরে বসে অর্ডার করলে আপনার পছন্দের পণ্য পেয়ে যাবেন। তাই আর দেরি নয় এখনই আপনার পছন্দমত পণ্য অর্ডার করুন।
অর্ডারের জন্য যোগাযোগ করুনঃ-
ডাক্তার এফ এম খালেদুজ্জামান।
আর্মি মেডিকেল কলেজ যশোর।
মোবাইল নং- 01715 -71 79 68
Leave a Reply