বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০১:০১ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক : রাজধানীর আদাবরে চার মাস বয়সী এক শিশুকে জবাই করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে শুক্রবার দুপুরে আদাবর থানার ‘আলিফ হাউজিং’ এর পাশের শাকিলের বস্তিতে এ ঘটনা ঘটে। আয়শা আক্তার সাদিয়া নামের শিশুটি ওই বস্তির শাহজাহানের মেয়ে। শাজাহান পেশায় একজন দিনমজুর। আদাবর থানার এসআই সোহেল রানা বলেন, প্রতিদিনের মত সকালে কাজের খোঁজে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন শাজাহান। সাদিয়াকে ঘরে রেখে পঞ্চাশ গজ দূরে আরেকটি ঘরে রান্না করছিলেন তার মা। সাদিয়ার আট বছর বয়সী ভাই খেলতে বেরিয়েছিল। ওই সময় কেউ ঘরে ঢুকে সাদিয়াকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। তার মা রান্নাঘর থেকে ফিরে সাদিয়ার রক্তাক্ত দেহ দেখে চিৎকার শুরু করেন, সাদিয়াকে বাঁচানোর জন্য স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। কিন্তু ততক্ষণে মেয়েটা মারা যায়।
Leave a Reply