শুক্রবার, ০২ জুন ২০২৩, ০২:৩৭ অপরাহ্ন
আব্দুল আউয়াল : বাগেরহাট জেলার ফকিরহাটে নতুন করে খনন করা ভৈরব নদীতে একটি মাত্র পানির পাইপের জন্য নদীর নাব্যতা হ্রাসের আশঙ্কা রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় ভৈরব নদী নতুন করে খনন করা হয়েছে। কিন্তু মোল্লাহাটের মধুমতি নদী থেকে খুলনা শহরে বিশুদ্ধ পানি যাওয়ার জন্য একটি মোটা পানির পাইপ বিশ্বরোড সংলগ্ন ব্রিজের নিচে থেকে নেয়া হয়েছে। যে পাইপটি সম্পূর্ন অগভীরভাবে বসানো রয়েছে।এ বিষয়ে স্থানীয়রা জানান, যখন ওয়াসা কর্তৃপক্ষ এই পানির পাইপটি এখানে বসিয়েছিলো তখন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কাজে বাধা দিয়েছিল। কিন্তু ওয়াসা কর্তৃপক্ষ কারো কথা তোয়াক্কা না করে তারা এই পাইপটি অগভীর করে দায়সারাভাবে বসিয়ে যায়। এমতবস্থায় এই মুহূর্তে নদীতে জোয়ার ভাটা শুরু হয়ে যাওয়ায় উক্ত পাইপটির জন্য নদীতে আবারো পলি পড়ে নাব্যতা হ্রাসের আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল। তাছাড়া এই নদী দিয়ে এখন কোন নৌকা বা ট্রলার গেলেও সাধারণ চলাচলে যেমন বাধাগ্রস্থ হবে তেমনি দুর্ঘটনা কবলিত হয়ে ক্ষতির আশঙ্কাও রয়েছে।স্থানীয়রা অভিযোগ করে বলেন, নদীতে জোয়ারের সময় নদী সংলগ্ন আশেপাশে অনেক বাড়ির পুকুর ও উঠানে পানি উপচে পড়ছে। এ বিষয়ে নদী খননের ঠিকাদারের সাথে কথা হলে তিনি জানান, ওয়াসা কর্তৃপক্ষকে তারা একটি লিখিত চিঠির মাধ্যমে পাইপ সংক্রান্ত বিষয়টি অবহিত করেছেন তবে এখনো তাদের পক্ষ থেকে তেমন কিছু জানা যায়নি। ফকিরহাটবাসীর দীর্ঘদিনের কাঙ্খিত ফসল নতুন করে ভৈরব নদী খনন এবং তা বাস্তবায়িত হলেও নাব্যতা ঠিক রাখতে বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় সচেতন মহল।
সি২৪/নিউজ
Leave a Reply