রাহুল বনিক : ভাষার আলোচনা সভ্যতার ক্রম বিবর্তনের হাত ধরে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আজকের আমাদের এই রূপ যা ভাষা নামে সমাদৃত। মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য তার কণ্ঠধ্বনির সাথে তার অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহার করে থাকে। মানুষ কণ্ঠধ্বনির সাহায্যে যত বেশি মনের ভাব প্রকাশ করতে পারে তা ইঙ্গিতের মাধ্যমে পারে না।
ভাষা
মানুষের কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলা হয়।
সাধারণত এই অংশ হতে কতিপয় প্রশ্ন গুলো হয়ে থাকে ঃ
১। কি ভেদে ভাষার পার্থক্য হয়ে থাকে ?
উত্তর ঃ দেশ, কাল ও পরিবেশ ভেদে
২। বর্তমানে পৃথিবীতে কত ভাষা প্রচলিত আছে ?
উত্তর ঃ সাড়ে তিন হাজারের বেশি
৩। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলা ভাষার স্থান কত ?
উত্তর ঃ চতুর্থ
৪। বর্তমানে পৃথিবীতে কত লোকের মুখের ভাষা বাংলা ?
উত্তর ঃ প্রায় ত্রিশ কোটি
উল্লিখিত অংশ হতে এইটুকু পড়াশোনা করলে সাধারণত ভাল করা সম্ভব।
Leave a Reply