বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন
নিজস্ব ডেস্ক : টানা তিন জয়ের পর হারের তেতো স্বাদ পেয়েছে চেলসি। পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দলকে রুখে দিয়েছে অবনমনের শঙ্কায় থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার প্রতিপক্ষের মাঠ থেকে ৩-২ গোলে হেরে ফিরেছে চেলসি। তিন নম্বরে ওঠার সুযোগ হাতছাড়া করা দলটি ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। উইলিয়ানের গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন তমাস সুসেক। দ্বিতীয়ার্ধের শুরুতে মিশেল আন্তোনিওর গোলে স্বাগতিকরা এগিয়ে গেলে উইলিয়ানের গোলে সমতা ফেরায় চেলসি। কিন্তু শেষ রক্ষা হয়নি; শেষ দিকে আন্দ্রি ইয়ারমোলেঙ্কোর গোলে দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট হ্যাম।
Leave a Reply