বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:০৬ অপরাহ্ন
অস্ত্র নিষেধাজ্ঞা বাড়াতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে দৌঁড়ঝাপ শুরু করেছে সৌদি আরব। জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি আবদুল্লাহ আল-মৌয়ালিমি ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়ে নিরাপত্তা পরিষদকে অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করতে আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার আরব নিউজের খবরে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন অনুযায়ী নিষেধাজ্ঞার মেয়াদ অক্টোবরে শেষ হতে যাচ্ছে। যা ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাস্তবায়নের বিষয়ে সহায়তা করেছিল। আবদুল্লাহ আল-মৌয়ালিমি বলেন, সতর্কতার জন্য তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ানো সঠিক। ইরানের কার্যকলাপের বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের নূন্যতম প্রতিক্রিয়া প্রত্যাশা করতে পারি।
Leave a Reply