শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক : রাশিয়ায় সংবিধান সংশোধনের গণভোটে পক্ষে রায় দিয়েছে দেশটির জনগণ। দেশটির প্রায় ৭৮ শতাংশ ভোটার পক্ষে ভোট দিয়েছেন। এ রায়ের ফলে ২০৩৬ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতা ধরে রাখার রাস্তা পরিষ্কার হয়ে গেল। বুধবার এ গণভোট হয়। যদিও করোনা মহামারির কারণে আগের সপ্তাহজুড়ে ভোটগ্রহণ করা হয়েছে। তবে সমালোচকদের মতে, ভোটের ফলাফলে কারচুপির জন্য এক সপ্তাহ ধরে ভোটগ্রহণ করা হয়েছে। আজীবনের প্রেসিডেন্ট হওয়ার জন্যই পুতিন এ দুর্নীতির আশ্রয় নিলেন। এ নিয়ে মস্কোয় তুমুল বিক্ষোভও করেছে বিরোধীরা। খবর বিবিসি ও সিএনএনের। রুশ নির্বাচনী কর্মকর্তারা বৃহস্পতিবার জানান, মোট ৬৪ শতাংশ ভোটার তাদের ভোটদান করেছেন। এর মধ্যে সংবিধান সংশোধনের পক্ষে ৭৭.৯ ভাগ ভোট পড়েছে। আর বিপক্ষে ভোট পড়েছে ২১.৩ শতাংশ।
Leave a Reply