শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৪ অপরাহ্ন

চুলকাটি অনলাইন টিভি ও নিউজ মিডিয়া, সত্য প্রকাশের অঙ্গীকার। 
বিদ্যুৎ বিল দেখে হতবাক তাপসী

বিদ্যুৎ বিল দেখে হতবাক তাপসী

ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে যেমন ঝামেলায় পড়েন সাধারণ মানুষ, তেমনি তারকারাও। এবার এমনটাই হয়েছে বলিউডের অভিনেত্রী তাপসী পান্নুর সঙ্গে৷ বিশাল বড় অঙ্কের এক বিদ্যুৎ বিল দেখে রীতিমত চমকে গেছেন তিনি। কেননা বিলটি তার নামেই ইস্যু হয়েছে ৷ সেই বিদ্যুতের বিলের স্ক্রিনশট দিয়ে টুইট করেছেন এ অভিনেত্রী৷ তাপসী একই সঙ্গে আদানি ইলেকট্রিসিটিকে ট্যাগ করে লিখেছেন, ‘লকডাউনের তিনমাস হয়েছে৷ গত একমাস ধরে আমি কী এমন উপকরণ ব্যবহার করেছি যে বিদ্যুতের বিল এতখানি এসেছে? আমি ঠিক বুঝতে পারছি না আপনারা কীভাবে বিদ্যুতের বিল এতখানি চার্জ করছেন?’ অপর টুইটে তিনি লিখেন ‘এই আবাসনে কেউই থাকেনা। তাই বিদ্যুৎ ব্যবহারও তেমন হয়নি। সপ্তাহে একবার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যেতে হয়। আবাসনে কেউ বিদ্যুৎ ব্যবহার করলে জানিয়েই করেন। আমার অত্যন্ত চিন্তা হচ্ছে৷’

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০২০২১, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers