শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
নিজস্ব ডেস্ক : করোনাকাল পার হলেই বহুল আলোচিত সংবিধানের ষোড়শ সংশোধনীর রিভিউ পিটিশনের শুনানী শুরু হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। মঙ্গলবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থ বছরের বাজেটের ওপর আনা ছাঁটাই পস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এর আগে জাতীয় পার্টির এমপি মুজিবুল হক (চুন্ন) ছাঁটাই প্রস্তাবের ওপর বক্তব্যকালে ষোড়শ সংশোধনীর সর্বশেষ অবস্থা জানতে চান। আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই সংসদে সংবিধান সংশোধন হয়েছিল। সেই ষোড়শ সংশোধনী বাতিল করা হয়েছিল। তারপর আপিল করা হয়েছিল কী না? করা হলে তার কী অবস্থা? তিনি এ বিষয়ে আইনমন্ত্রীকে ববস্থা নেওয়ার আহ্বান জানান। জবাবে আইনমন্ত্রী বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর বিষয়ে রিভিউ পিটিশন হিসেবে আপিল বিভাগে রয়েছে। যখনই করোনা ভাইরাস আমাদেরকে ছেড়ে যাবে তখনই শুনানী শুরু করা হবে।
Leave a Reply