মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৭:২৭ অপরাহ্ন
নিজস্ব ডেস্ক : চরম অর্থ সঙ্কটে থাকা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে বিশেষ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসের কারণে এসব প্রতিষ্ঠানের তারল্য সহায়তা দিতে নগদ জমার হার (সিআরআর) এরই মধ্যে কমানো হয়েছে। এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানের ব্যাংক গ্যারান্টির বিপরীতে তারল্য সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। আবার শিথিল শর্তে প্রণোদনার তহবিল থেকে ২ হাজার কোটি টাকা এবং ঋণ নবায়নে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। যদিও ব্যাংকের মতো এসব প্রতিষ্ঠানের সুদহার ৯ শতাংশে নামিয়ে আনা বা অন্যান্য সুবিধার বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
Leave a Reply