শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
নিজস্ব সূর্যের আলো ও তাপ পৃথিবীতে জীবন সম্ভব করে তুলেছে। কিন্তু খালি চোখে কি সূর্যের দিকে তাকানো সম্ভব? কঠিন এই কাজই সহজ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এক ঘণ্টার ভিডিওতে সংস্থাটি ধারণ করেছে সূর্যের ১০ বছরের জীবন। খালি চোখেই দেখা যাবে সেই ভিডিও। এক বিবৃতিতে নাসা বলেছে, মহাকাশ গবেষণা সংস্থাটি সম্প্রতি সূর্যের ওই ভিডিও প্রকাশ করেছে। নাসার সোলার ডাইনামিকস অবজারভেটরি (এসডিও) এক দশক ধরে সূর্যকে বিরতিহীন পর্যবেক্ষণ করে যাচ্ছে। পৃথিবীকে প্রদক্ষিণরত এই মহাকাশযান ২০১০ সাল থেকে এ পর্যন্ত সূর্যের ৪২ কোটি ৫০ লাখ উচ্চ মানের ছবি তুলেছে। এসব ছবি দিয়েই তৈরি করা হয়েছে ভিডিওটি। ‘সূর্যের এক দশক’ শীর্ষক ওই ভিডিওর দৈর্ঘ্য ৬১ মিনিট। ২০১০ সাল থেকে এ পর্যন্ত ১০ বছর সময়ের প্রতি ১ ঘণ্টার একটি করে ছবি নিয়ে সাজানো হয়েছে ভিডিওটি।
Leave a Reply