রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:১৫ পূর্বাহ্ন
বাগেরহাটে এক সংখ্যালঘু হিন্দু পরিবারের পৈত্রিকবসতবাড়ি জবর দখল করার জন্য একটি সন্ত্রাসী মহল চক্রান্ত চালাচ্ছে বলে গুরুতর অভিযোগ পাওয়াগেছে। এঘটনায় ভুক্তভোগী সংখ্যালঘু পরিবারটি জীবন ও বসতবাড়ি রক্ষা করতে বাগেরহাট মডেলথানায় সাধারন ডাইরী করেছেন। জিডি সুত্রে জানা গেছে, বাগেরহাট সদর উপজেলাররাখালগাছি ইউনিয়নের ক্ষুদ্রচাকশ্রী গ্রামের রনজিৎ কুমার বসুর পুত্র নির্মল কুমার বসুক্ষুদ্রচাকশ্রী মৌজার এসএ ৫৮খতিয়ানে এক একর ৬৮শতক জমি উপর বসতঘর বাড়ি নির্মাণকরে পূর্ব পুরুষরা বসবাস করে আসছেন। এসময় একই এলাকার মৃতঃ আফছার উদ্দিনের পুত্র সরদারনজরুল ইসলাম, সরদার রফিকুল ইসলাম রফিক, সরদার শফিকুল ইসলাম ও সরদার রেজাউল ইসলাম গংদেরউক্ত জমির উপর নজর পড়েছে। সেই মোতাবেক জমি নিজেদের দখলে নেওয়ার জন্য সংখ্যা লঘু হিন্দুপরিবারটিকে প্রতিব›দ্ধকতা সৃষ্টি করছে। ঘটনার দিন চলতি বছরের ১১জুন সকাল ১০টায় উপরোক্ত বিবাদীরাসংখ্যালঘু পরিবারটির বাড়িতে গিয়ে জমি জবর দখলের জন্য অহেতুক হুমকি প্রদান করতে থাকে।হুমকির কারণ জানতে চাইলে তারা বাড়ি ছেড়ে দিয়ে অনাত্রে চলে যাওয়ার জন্য শশাতে থাকে।এঘটনায় ভুক্তভুগী পরিবারটি জীবনের নিরাপত্তা ও বসতবাড়ি রক্ষার্থে মডেল থানায় একটিসাধারন ডাইরী করেছেন। এবিষয়ে ভুক্তভুগী নির্মল বসু অভিযোগ করে বলেন,রফিক গংরাতার(নির্মল) পৈতৃক বসৎ ভিটা থেকে তাদেরকে উচ্ছেদের চেষ্টা চলাছে যে কোন সময়তার(নির্মল) পরিবারের উপর হমলা চালাতে পারে। এ ব্যাপারে বিবাদী সরদার রফিকুল ইসলাম রফিক এরকাছে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন নির্মাল বসুর সাথে দীঘদিন ধরেজমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে এবিষয়ে স্থানীয় ভাবে মীমাংশার চেষ্টাচলছে।এ বিষয়ে জানতে চাওয়া হলে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিনবলেন এ বিষয়ে একটি জিডি হয়েছে তন্দন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply