শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৮ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক নিজস্ব প্রতিবেদনঃ বাগেরহাট সদর উপজেলার চুলকাটিতে এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে বাগেরহাট জেলা সিভিল সার্জন ডাঃ কে এম হুমায়ুন কবির। চুলকাটি এলাকার খানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর বাড়ির ভাড়াটিয়া রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা কিরণ জয় দত্ত (৩৪) নামের উক্ত ব্যক্তির নমুনা সংগ্রহের আজ সোমবার প্রকাশিত ফলাফলে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ খবর উপজেলা প্রশাসন নিশ্চিত হওয়ার পর উক্ত বাড়িতে লাল পতাকা উত্তোলন করে বাড়িটি লকডাউন করেছে বাগেরহাট সদর উপজেলা প্রশাসন।এ ব্যাপারে জানতে চাওয়া হলে খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন বলেন ওই এলাকায় সার্বক্ষণিক দুজন গ্রাম পুলিশ মোতায়েন করেছেন যাতে করে এলাকায় বহিরাগত লোক এবং এলাকার লোক বাইরে বেড়োতে না পারে। এদিকে উক্ত বাড়িটিতে কোডেক এনজিও সহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। বাগেরহাট জেলা সিভিল সার্জন ডাঃ কে এম হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আক্রান্ত ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এর নমুনা দিয়েছিলেন। তার ফলাফল পজেটিভ বলে আজকে তথ্য পেয়েছি। এদিকে আর স্ত্রী ও চুলকাঠি বাজারের আরেক ব্যবসায়ীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
Leave a Reply