শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা  উপলক্ষে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক
সংবাদ শিরোনাম :
মোংলায় এক কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে সহপাঠি কলেজ ছাত্র আটক, থানায় মামলা   চুলকাটি প্লন্টিং ফর ফিউচার এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন বাগেরহাটে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স বাগেরহাটে ডিবিসি নিউজের সাংবাদিককে ‘নব্য বিএনপি-জামায়াত’ সমর্থকদের মারধর বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাগেরহাটের ফকিরহাটে ইজিবাইক পিকআপ সংঘর্ষে শিক্ষিকাসহ নিহত-৪ বাগেরহাটে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার রামপালে পর্ণগ্রাফি আইনের মামলা করায় বাদীকে হুমকি  রামপালে কৃষকের জমি অবৈধভাবে দখলের অভিযোগ রামপালে জোরপূর্বক জমি দখল নিতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ
করোনায় মৃত্যুতে বিশ্বে যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য

করোনায় মৃত্যুতে বিশ্বে যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য

দর্পণ ডেস্ক : ০৬ জুন ২০২০করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এবার সেই তালিকায় মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় স্থানে চলে এসেছে যুক্তরাজ্য।সেখানে এ পর্যন্ত করোনায় মৃত্যু সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে,যা যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় সর্বাধিক।

আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৫০ জন।

এদিন মারা গেছে ৩৫৭ জন।সে হিসাব যোগ করে শনিবার সকাল ১০ টা পর্যন্ত যুক্তরাাজ্যে করোনায় মারা গেছেন ৪০ হাজার ২৬১ জন। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৩১১ জন। সে হিসাবে আক্রান্তের দিক দিয়ে দেশটির অবস্থান পঞ্চমে।
তবে দেশটির জাতীয় পরিসংখ্যান অফিস বলেছে এ মৃত্যু সংখ্যা আরও বেশি। কেননা, যুক্তরাজ্যে পরীক্ষায় পজিটিভ ফল আসার পর কেউ মারা গেলেই কেবল সেটিকে করোনা মৃত্যু হিসেবে গণনা করা হয়।তাদের মতে, ২২ মে পর্যন্ত করোনা সন্দেহে মৃত্যুসহ মোট ৪৮ হাজার মানুষ মারা গেছে যুক্তরাজ্যে। সেই হিসাবে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, করোনায় মৃত্যুর সংখ্যায় দেশগুলোর অবস্থানের তুলনা এখনই করা উচিত নয়। ইউরোপে করোনায় প্রথম মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইতালিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩৩ হাজার ৬০০ জন। সেই সংখ্যাকে ছাড়িয়ে গেছে ব্রাজিল। অথচ দেশটিতে করোনার প্রকোপ দেরিতে শুরু হয়েছিল।লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় প্রাণহানির সংখ্যা ৩৫ হাজার ৪৭ জন। গত কয়েকদিনে দেশটিতে গড়ে এক হাজারের বেশি করে মানুষের মৃত্যু হয়েছে।

Print Friendly, PDF & Email

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published.

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৪, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers